অবতক খবর :: কালিয়াগঞ্জ :: কলকাতা সড়কপথে যাত্রী পরিবহন ব্যবস্হায় নতুন সংযোজন শ্যামলী পরিবহনের শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিসেবা। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে এই নতুন বেসরকারি বাস পরিসেবার সুচনা হল। ফিতা কেটে এই শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিসেবার সুচনা করেন কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পাল। সঙ্গে ছিলেন পুর প্রশাসক মন্ডলীর সদস্য বসন্ত রায় এবং কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য।
কালিয়াগঞ্জ শহর থেকে শ্যামলী পরিবহনের এই শীততাপ নিয়ন্ত্রিত বাস চলবে রায়গঞ্জ দিয়ে মালদা হয়ে। কালিয়াগঞ্জ থেকে কলকাতা এই শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া পড়বে ৭৫০ টাকা বলে জানিয়েছেন পরিবহন সংস্হার স্হানীয় প্রতিনিধি বিপ্লব সাহা। কালিয়াগঞ্জ থেকে শ্যামলী পরিবহন সংস্হার এই শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিসেবা চালু হওয়াতে খুশি সাধারন মানুষ।