অবতক খবর :: হুগলী :: যাত্রী বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নয়নজুলিতে উল্টে গেল বাস। আহত ১০ জন বাস যাত্রী। গুরুতর আহত অবস্থায় মারুতি গাড়ির চালক। আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতাল ও শিয়াখালা বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে হরিপাল থানার অহল্যাবাই রোডের সিপাইগাছি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রচন্ড বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা থেকে দক্ষিণেশ্বর ২৬ নং রুটের বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্হলে হরিপাল থানার পুলিশ।