রাজ্য ছাত্র রাজনীতিতে সবসময় বিতর্কে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সকাল থেকে ছাত্র সংসদের ভোট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং আর্টসের । এই তিন বিভাগের ছাত্র সংসদ কারা পরিচালনা করবেন সেসব নিয়ে আজ ভোট শুরু হয়েছে বেলা দশটা থেকে।
এই ভোটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় বাম ও অতিবাম দুই পক্ষের প্রভাব শুরু থেকেই একটু বেশি। তবে এই প্রথম এবিভিপি লড়াইয়ে নেমেছে । গেরুয়া শিবির এই নির্বাচনে জয় নিয়ে বেশ উতসাহি আর তাই তারা যদি একটাও সিট পেয়ে যান তাহলে তাদের পক্ষে এটাই হবে বড় পাওনা। তবে লড়াইতে ধরেছে এসএফআই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি অতি বাম সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ বাবুল সুপ্রিয় কে ঘেরাও করে রাখা কে কেন্দ্র করে ব্যাপক বিতর্কে ঝড় উঠেছিল। শুধু তাই নয় এই সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল ও আচার্য জাগদিশ ধনখড ঘেরাও করে আটকে দেয়া কে কেন্দ্র করে কম সমালোচনা হয়নি।
আর্টস ফাকাল্টি এতদিন এসএফআইয়ের দখলে ছিল কিন্তু এসএফআই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নাকাল। তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ বারেবারে সামনে এসেছে ইতিমধ্যে। তার জেরে এসএফআইয়ের অনেক প্রতিনিধিরা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে এই নির্বাচনকে সামনে রেখে তারা এককাট্টা হয়ে লড়বে নাকি তাদের গোষ্ঠীদ্বন্দ্বে প্রভাব এই নির্বাচনে পরে সেটাও লক্ষ্য করার বিষয়।
আজ সারাদিন ভোটের পর আগামীকাল বৃহস্পতিবার এই ভোটের গণনা এই গণনা থেকে রেজাল্ট আছে তার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র ছাত্র ও রাজনৈতিক মহল।