অবতক খবর সংবাদদাতা, কলকাতা,৯ জুন:: আজ করোনা মহামারীর জেরে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাঙ্গালীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ঢুকতে দিচ্ছেন না। পড়ে সকলের চাপে পড়ে বাধ্য হয়ে তিনি ট্রেন চান কেন্দ্র সরকারের কাছে। কিন্তু দুর্ভাগ্য যে সারাদেশ যখন প্রচুর ট্রেন চেয়েছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল মাত্র ২৩৬ টি চেয়েছেন। অসহায় পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবারের কাছে ফিরতে কাতর আবেদন করে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাতে কোনো ভ্রূক্ষেপ করেননি। এই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহের। তিনি দিল্লী থেকে বাংলার মানুষকে তাদের ভার্চুয়াল র্্যালি ও সভার মাধ্যমে এই বার্তা দিচ্ছিলেন।

অমিত শাহ বলেন যখন সারা দেশ ও রাজ্যগুলি নিজের রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে তখন বাংলার মুখ্যমন্ত্রী তাদের দূরেই আটকে রেখেছেন। অমিত শাহ জানান আমরা শ্রমিকদের ফেরানোর জন্য শ্রমিক এক্সপ্রেস নামে ট্রেন এনেছি। তখন বাংলার মুখ্যমন্ত্রী এই ট্রেনের নামকরণ করোনা এক্সপ্রেস করেছেন। অমিত শাহ বলেন, দিদি বাংলার পরিযায়ী শ্রমিকদের করনো রোগীদের সাথে যুক্ত করেছেন। ‌করোনা বলে অপমান করেছেন। এই পরিযায়ী শ্রমিকরা এবং তাদের পরিবার এই অপমানের বদলা নেবেন। তারা কোনদিন ভুলবেন না এই অপমান।

তিনি বলেন, এই বাংলার ১৪ লক্ষ্য পরিচয় শ্রমিক ও তাদের পরিবার ও আত্মীয়রা মিলে আগামী নির্বাচনে এই মুখ্যমন্ত্রী মমতা দিদির পার্টিকে এই ট্রেনে করেই রাজ্যের বাইরে ফেলে দেবেন। তিনি বলেন,বাংলার মুখ্যমন্ত্রী কোন জনসভা করতে দিচ্ছে না,পুলিশ দিয়ে আটকে দিচ্ছেন, মামলা করছে কিন্তু আজ এই ভার্চুয়াল সভাকে তিনি কিভাবে আটকাবেন? রাজ্যের ৭৮ হাজার বুথ কর্মী সমর্থকরা বড় বড় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে এই ভার্চুয়াল সভায় আমাদের সঙ্গে সরাসরি সংলাপ করছেন। দিদি এখন আপনি কি করবেন? কিভাবে আটকাবেন এই পরিবর্তনকে?