অবতক খবর,২০ আগস্টঃ সরগম কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য সামাজিক সংগঠন। ১০ই সেপ্টেম্বর রক্তদানের আয়োজনের প্রাক প্রস্তুতিতে তারা তাদের ক্লাব সংগঠনের পক্ষে এক আলোচনার পরিসর তৈরি করেন।
এই আলোচনায় অংশ নেন ক্লাব সদস্য, বামমনস্ক সুধীজন এবং অরাজনৈতিক হিসাবে পরিচিত সংস্কৃতি মনস্কজনেরা।
১০ সেপ্টেম্বর কবরস্থান সংলগ্ন সরগম প্রাঙ্গণে সমাজ কল্যাণে ব্রতী সুভাষ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সরগমের উদ্যোগে।
এদিন সেই অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। এই আলোচনায় সদস্য এবং উপস্থিত সংস্কৃতিমনস্কজনেরা বক্তব্য রাখেন। বক্তব্যে সদস্যরা জানিয়ে দেন যে এই রক্তদান উৎসব সফল করবার জন্য তারা যথাশক্তি নিয়োগ করবেন এবং ব্যাপক জমায়েত করবেন।
সুধী বক্তারা বক্তব্যে বলেন, সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক চেতনার পরিসর বাড়াতে হবে। এজন্য কেবলমাত্র বছরে একবার রক্তদানই যথেষ্ট নয়, বছরের অন্যান্য সময়ে সেমিনার আয়োজন করে সমাজ পরিস্থিতি বিষয়ক আলোচনার দরকার। বিশেষ করে এই জনপদের অর্থাৎ ক্ষেত্রজ যে ইতিহাস ঐতিহ্য রয়েছে আলোচনার মাধ্যমে সেই পরম্পরা ফিরিয়ে আনতে হবে। যে লেখক সাহিত্যিক ক্রীড়াবিদেরা রাজনৈতিক নেতারা এই অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন তাদের স্মৃতিতে জাগরুক করে রাখতে হবে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন পৌরপ্রধান শঙ্করলাল বসাক। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শম্ভু চট্টোপাধ্যায়।