নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বাই ::২০ই জানুয়ারী ::বিনোদিনীর আত্মজীবনী ‘অমর কথা’র কিছু পর্ব অবলম্বনে ছবিটি বানানো হবে। প্রযোজক বসন্ত ঠক্কর বইটির স্বত্ব নিয়েছেন। ঐশ্বর্যার নাকি চিত্রনাট্য পছন্দ হয়েছে। এই চরিত্রের জন্য আগে বিদ্যা বালনের সঙ্গেও কথা হয়েছিল পরিচালকের। তবে তা এগোয়নি।
অনেক বছর পরে ২০১৮ সালে হিন্দি ছবি ‘ফানে খান’ দিয়ে ফিরেছিলেন ঐশ্বর্যা। কিন্তু তা বক্স অফিসে চলেনি। আপাতত মণি রত্নমের বহুভাষিক ‘পন্নিয়িন সেলভান’ রয়েছে অভিনেত্রীর হাতে। প্রদীপের শেষ ছবি ‘হেলিকপ্টার ইলা’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। এই প্রজেক্ট দিয়ে পরিচালক-অভিনেত্রীর ভাগ্য ফেরে কি না, অপেক্ষা এখন তারই।
নটী বিনোদিনীকে বড় পর্দায় আনার জন্য অনেক দিন ধরেই তোড়জোড় চালাচ্ছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই চরিত্রের জন্য ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে পরিচালকের একপ্রস্ত কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে।