অবতক খবর,১২ ফেব্রুয়ারিঃ রহড়া থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে হোটেলে হুমকি ও মারধোরের ঘটনায়, অভিযুক্ত পেয়ার মোহাম্মদ পুরকাইত ও আবেদ আলীকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠালো রহড়া থানার পুলিশ। আর এই ঘটনার সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করলেন খরদহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুকুর আলি পুরকাইত। অভিযুক্তর দাবি তাকে ফাঁসানো হয়েছে, ফাসিয়েছে হোটেলের মালিক।

এঘটনা প্রসঙ্গে শুকুর আলি পুরকাইত জানালেন এটা সম্পূর্ণ ক্লাবের বিষয় দীর্ঘ ১০০ বছরের পুরনো এই মেলা উপলক্ষে দোপেরিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা চাঁদা চাইতে গেছিলেন তখনই সাময়িক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয়পক্ষ। হোটেল ভাঙচুর চেয়ে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন পাশাপাশি বিজেপির একাংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তাকে ফাঁসানোর চেষ্টা করছে।