অবতক খবর,১৩ জুলাই: রহস্যজনক ভাবে নিখোঁজ জেটিয়ার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। সন্দেহ কোনও পাচারচক্রের হাতে পরেছে। নৈহাটী বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা বছর ৩৮-এর নমিতা দাশগুপ্ত গত ৫ ই জুন লোন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। হালিশহর বারেন্দ্র গলির বাড়ি থেকে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছয়।

তারপর থেকে তাঁর আর কোনও হদিস মিলছে না। প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরে হালিশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। নমিতা দাশগুপ্ত ও তাঁর স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রানা দাশগুপ্ত বলেন, ভোটের ফল প্রকাশের দিন থেকে নিজের ও স্ত্রী নমিতার মোবাইলে একাধিক থ্রেট কল আসে। তবুও ও সাহস করে বাড়িতে থাকে। পরদিন বাড়ির লোকদের বলে ১১ টা নাগাদ কল্যাণীতে যায়। ১১.৪৫ মিনিট নাগাদ ওর ফোন বন্ধ হয়ে যায়।

ওইদিন থেকে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোজাখুজি করেও আজ পর্যন্ত সন্ধান মেলেনি। আশঙ্কা লোনের টোপ দেখিয়ে কোনও পাচারকারি নিয়ে যেতে পারে।