অবতক খবর,১০ মার্চ: “স্থানীয় নেতৃত্বের আমাকে প্রয়োজন নেই,তাই সক্রিয় রাজনীতি থেকে বসে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম,আছি,থাকবো চিরকাল।” কিছুক্ষণ আগে নিজের সোস্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায়। তাঁর এই পোস্টের পর স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে তৃণমূল মহলে। কেউ বলছেন, পৌরপ্রধান পদ থেকে সরে দাঁড়ানোর পরই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দলের কোন কর্মকান্ডে সক্রিয় ভূমিকায় তাঁকে দেখা যেত না। একপ্রকার গুরুত্বহীন হয়ে পড়েছেন তিনি। তাই তাঁর এইরকম পোস্ট।

আবার কেউ বলছেন, তিনি হয় তো খুব শিগগিরই দলত্যাগ করবেন,তাই তাঁর এমন মন্তব্য।

এইধরনের নানারকম জল্পনা শুরু হয়েছে তাঁর এই পোস্টকে ঘিরে।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগেও তিনি এইরকম দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু স্থানীয় কিছু নেতৃত্ব তাঁর কাছে গিয়ে তাঁকে বোঝানোর পর তিনি তাঁর দলত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। তবে আজ তিনি প্রকাশ্যে সোস্যাল মিডিয়ায় পোস্ট করার পর পরিস্কার হয়ে গেল যে তিনি তৃণমূল দল ত্যাগ করছেন।