অবতক খবর,৪ জুন,জলপাইগুড়ি: রাজ্য আইনবল সংস্থার তরফে ধূপগুড়িতে খেলোয়াড় ও কোচদের নিয়ে আয়োজিত হল কর্মশালা। জানা যায় এই কর্মশালায় রাজ্য আইনবল সংস্থার অভিজ্ঞ প্রশিক্ষকরা এসেছেন কলকাতা থেকে। গ্রাবাংলায় নতুন খেলাকে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় ক্লাব পল্লীউন্নয়ন ক্লাব ও পাঠাগার। কালীরহাট এই ক্লাবের মাঠেই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ব্লকের প্রচুর খেলোয়াড় অংশগ্রহণ করেছে এই খেলায়।
আরো জানা যায়, কর্মসূত্রে বীরভূমে থাকেন কালীরহাট এলাকার বর্তমানে শরীরশিক্ষার শিক্ষিকা আইনবল খেলোয়াড় তথা এক সময়কার বাংলা দলের খেলোয়াড় রায় ও তাঁর বোন জাতীয় পর্যায়ের আইনবল খেলোয়াড়। তাঁদের অনুপ্রেরণায় মোকো দেশের প্রতিষ্ঠিত এই খেলাকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায় এলাকার ছেলে মেয়েদের মধ্যে। এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শরীরশিক্ষা বিভাগের শিক্ষকদেরও এই প্রশিক্ষণ নিতে দেখা যায়। আয়োজকদের মধ্যে সুপ্রিয় ভট্টাচাৰ্য বলেন এই খেলা নতুন আমাদের কাছে তবে খুব তাড়াতাড়ি গোটা উত্তরবঙ্গে সারা ফেলবে এই খেলা।