অবতক খবর,১ আগস্টঃ এ রাজ্যেজাতীয় শিক্ষা নীতি মানা হয়নি। রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি মেনে নিয়েছে এই নিয়ে একটি ভুল ধারণা তৈরি হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিধানসভায় আজ জাতীয় শিক্ষা নীতি নিয়ে ডেবরার বিধায়ক হুমায়ূন কবির বিধানসভায় প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য কখনোই কেন্দ্রর নতুন শিক্ষানীতি গ্রহণ করেনি।
রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্স তিন বছরের জায়গায় চার বছর করা হয়েছে। এটা না করলে সাত লক্ষ ছাত্র- ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত। তবে জাতীয় শিক্ষা নীতির একাধিক বিষয়ে রাজ্যের আপত্তি আছে।