রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: সোমবার থেকে চালু হল হাওড়া পৌর নিগম। আজ সকাল থেকেই কর্মীরা কাজে যোগ দিতে পুর নিগমে আসেন। পুর কমিশনারের নির্দেশ অনুযায়ী ৭০% কর্মীকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো কর্মীরা এদিন কাজে যোগ দিতে পৌরনিগমের আসেন।
পুরসভার গেটে নিরাপত্তাকর্মীরা থার্মাল গান দিয়ে কর্মী সহ অন্যান্য প্রবেশকারীদের শারীরিক উষ্ণতা পরীক্ষা করেন। তারপরেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি হাতে দেওয়া হয় স্যানিটাইজার। সামাজিক দূরত্ব বজায় রেখেই কর্মীরা অফিসের ভেতর কাজকর্ম করেন। পাশাপাশি প্রত্যেক কর্মীর মুখেই ছিল মাস্ক। এছাড়াও পৌরনিগমের কাউন্টারগুলোতে প্লাস্টিকের শীট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, যে সমস্ত কর্মীরা বাসে অথবা অটোতে যাতায়াত করেন তাদের নিয়েই মূলত কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা রেল যাত্রী তাদের বাদ রাখা হয়েছে। এদিনে হাজিরাও ছিল প্রায় ৭০%।