অবতক খবর :: রায়গঞ্জ:: ২৬ এপ্রিল :: করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা ও ত্রান বিতরণে বিজেপি সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীদের পুলিশি বাধার প্রতিবাদে রবিবার প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন রাজ্য জুড়েই প্রতীকী অবস্থানে সামিল হন বিজেপি নেতৃত্ব ও কর্মী সাধারণ।
সেই অবস্থান সফল করতেই জেলা প্রশাসনের নির্দেশে হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থায় এদিন দুপুরে রায়গঞ্জে নিজের ভাড়া বাড়িতে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী। অপরদিকে রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয় সহ এদিন সমগ্র উত্তর দিনাজপুরে এই ইস্যুতে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এদিন অবস্থান বিক্ষোভ হয় রায়গঞ্জ জেলা পার্টি অফিসে। ত্রান বিলির কাজে শাসকদল তৃনমূলের নেতাকর্মীদের কোন বাধা নেই, কিন্তু বিজেপির সাংসদ, বিধায়ক থেকে নেতা-কর্মীদের আটকে দিচ্ছে পুলিশ। পুলিশের এই দ্বিচারিতা কেন? সেই সাথে কেন্দ্র সরকারের দেওয়া খাদ্যশস্য কেন মানুষ পাচ্ছেনা এই প্রশ্ন তোলা হয়। করোনায় মৃতদের দেহ লোপাট করা হচ্ছে কেন। সেই প্রশ্নও তোলে বিজেপি এদিনের প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল নেতৃত্ব।