অবতক খবর , শিলিগুড়ি, ১৬ আগস্টঃ শনিবার শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৪২ জন। এর মধ্যে দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৮ জন। জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার সংযোজিত ১৪ টি ওয়ার্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। সংযোজিত এলাকার ৩৯ নম্বর ওয়ার্ড বা হায়দারপাড়াতে এদিন প্রচুর করোনার সংক্রমনের খবর মিলেছে।
এদিন সংক্রমনের খবর মিলেছে শিলিগুড়ি পুর নিগমের হায়দারপাড়া, বিদ্যাচক্র কলোনী, সূর্যসেন কলোনী, খালপাড়া, ভানুনগর, ভক্তিনগর, জ্যোতীনগর, সুকান্তনগর, চয়নপাড়া, আশ্রমপাড়া, দূর্গানগর, সন্তোষী নগর, সুভাষপল্লী, সুকান্তপল্লী, প্রনামী মন্দির রোড, চম্পাসারী, প্রধাননগর, দেশবন্ধুপাড়া, নেহেরু রোড, উত্তর একটিয়াশাল এলাকায়।
এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ী ব্লকে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ১৪ জন, মাটিগাড়ায় ১১ জন, ফাঁসিদেওয়ায় ৩ খড়িবাড়িতে ১ জন। দার্জিলিং পার্বত্য এলাকার কার্শিয়াং-এ ২ জন এবং সুকুনায় ১ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে।
শনিবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫ জনের। এদের মধ্যে ২ জন শিলিগুড়ির বাসিন্দা হলেও বাকি ৩ জন ময়নাগুড়ি ও চাকুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন মোট ২৯ জন করোনা আক্রান্ত সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শিলিগুড়ির পাশাপাশি শনিবার গোটা রাজ্যে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩৭৭ জন। মৃত্যু হয়েছে মোট ৫৮ জনের। এর মধ্যে ২১ জনই কোলকাতার বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৭৪ জন করোনা আক্রান্ত। সুস্থতার হার ৭৩.৯১ শতাংশ। এখনও পর্যন্ত গোটা রাজ্যে করোনায় সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৮৩৬ জন করোনা আক্রান্ত। বর্তমানে রাজ্যে এ্যক্টিভ কেস রয়েছে ২৭ হাজার ২১৯ জন।