রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: রাজ্যে বিজেপির জয় শ্রী রাম ধ্বনি যখন শাসক দলের বুকে কাঁপন বাজাচ্ছে। ঠিক সেই সময়ে হাওড়ার সাঁকরাইলের মাসিলা গ্রাম তটস্থ শ্রীরাম ভক্ত অঞ্জনী পুত্রের দোসরদের নিয়ে। হাওড়ার সাঁকরাইল এর মাসিলা গ্রামে বিগত কয়েক মাস যাবৎ হনুমানের উপদ্রব চলছে।
গ্রামবাসীদের অভিযোগ গ্রামের বহু মানুষ আক্রান্ত হয়েছে। গত চার পাঁচ দিন ওই এলাকায় একটি হনুমান কমপক্ষে ৩০ জন গ্রামবাসীকে কামড়ায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকালের পর আজ সকালে ১১ জনকে কামড়ায় বলে জানা গিয়েছে। আহতদের হাজী এসটি মল্লিক হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরানো হয়। তাদের অধিকাংশেরই মাথা ফেটে যায় এবং হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয় ওই হনুমানটি।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা বন দফতরকে খবর দিলে সেখানে হনুমানটিকে ধরতে খাঁচা পাতা হয়। কিন্তু খাঁচায় হনুমানটি ধরা না দেওয়ায় শেষমেষ ঘুম পাড়ানি বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়। এরপর আহত হনুমানটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের অনিমাল রেস্কিউ সেন্টারে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে বনদফতর এই হনুমানদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বাবস্থ্যা করুক।