অবতক খবর,বোলপুর,৮ জুলাইঃ বোলপুরের একধিক বিদ্যালয়ের ছাত্র পথে নেমেছে এই কারণে যে,বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রাইভেট টিউশন করতে দিতে হবে এই দাবিতে।
কারণ হিসাবে জানিয়েছেন যে, শিক্ষাবর্ষের মাঝে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ছাত্র দের বিপাকে ফেলেছে। সামনে বিদ্যলয়ের বিভিন্ন ক্লাসের ৫ ম থেকে নবম পর্যন্ত পরিক্ষা আসছে। যে সকল ছাত্ররা বিদ্যালয়ের শিক্ষকতা করছেন এমনকীই প্রাইভেট টিউশন করে তাদের কাছে আমাদের টিইশন করতাম।
কিন্তু রাজ্যের এই নির্দেশের পর স্কুল শিক্ষকেরা আমাদের পড়াতে চাইছে না এতে আমাদের বিপাকে পড়ছি ।
এর জন্য ছাত্রদের একাংশ বোলপুরের রাস্তায় নেমে পদযাত্রা করে।
তবে অপরদিকে তৃণমূল প্রাইভেট টিউশন সংগঠন জানিয়েছে যে, ছাত্রদের রাস্তাতে নামতে বাধ্য করছে উস্কানি মূলক প্ররোচনা দিয়ে বিদ্যালয়ের শিক্ষক গণ।