অবতক খবর,২১ জানুয়ারি: রাজ্যের অভিনব মানবিক উদ্যোগ “প্রসব সাথী” প্রকল্প। প্রসবের সময় আশা-আশঙ্কার দোলাচলে ভোগেন নতুন মায়েরা। সেই সময় শারীরিক দেখভালের মতোই মানসিক জোর প্রয়োজন হয়। মা অথবা মাতৃস্থানীয়া কেউ কিংবা স্বামীকে পাশে চান অন্তঃসত্ত্বারা। এতদিন লেবার রুমে চিকিৎসক নার্সরা ছাড়া কাউকে পেতেন না প্রসূতিরা। এবার সেই নিয়ম বদলের পালা।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এমনকি প্রসবের সময় লেবার রুমেও উপস্থিত থাকবেন অন্তঃসত্ত্বার আত্মীয়। মা কিংবা মাতৃস্থানীয়া কোন একজন থাকতে পারবেন সঙ্গে। তবে প্রসূতি যদি চান লেবার রুমে তার স্বামীও থাকতে পারবেন। সে ক্ষেত্রে অন্যান্য প্রসূতির গোপনীয়তার দিকে নজর রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। রাজ্য সরকারের এই উদ্যোগ এর নাম দেওয়া হয়েছে’প্রসব সাথী’।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, প্রসব সাথীদের বিশেষ ব্যাজ বা কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে তিনি নির্দিষ্ট হাসপাতালের ওয়ার্ডে বা হাসপাতালে ঢুকতে পারবেন। প্রসূতির সঙ্গেই থাকবেন তিনি। যেহেতু তারা নতুন মা এবং সদ্যোজাতের দেখভাল করবে তাই প্রসব সাথীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কোভিদ বিধি অক্ষরে অক্ষরে পালনের কথা মনে করিয়ে দিচ্ছেন তারা।