অবতক খবর,২৪ জুন,মলয় দে,নদীয়া :- সোমবার বিকেলে নবান্নে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু আশ্চর্যের বিষয়, বৈঠকে বাদ রাখা হয়েছে রাজ্যের মধ্যে একমাত্র কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা ও বাম পরিচালিত তাহেরপুর পুরসভাকে। এরই প্রতিবাদে এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাহেরপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কর্মীরা। অবস্থান বিক্ষোভে সামিল হন তাহেরপুর পুরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস সহ পুরসভার একাধিক অস্থায়ী কর্মীরাও।

তারা আক্ষেপের সুরে বলেন সরকার আর দল মিলেমিশে একাকার বর্তমানে আর সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রী তাদের আমন্ত্রণ তো দূরে থাক ন্যূনতম জানানোর প্রয়োজন বোধ করেনি । তবে বাংলার মানুষ দেখুক এ অপমান শুধু তাহেরপুর কিংবা ঝালদা পৌরসভার নয় গণতন্ত্রের হত্যা এবং সাধারণ মানুষের রায়কে অবজ্ঞা।