অবতক খবর,৯ ফেব্রুয়ারী : রাতের অন্ধকারে কোন্নগর আন্ডার পাশের নিচে দেদারে চলছে মদ্যপান। আন্ডার পাশের নিচে ভেঙে পড়ে রয়েছে মদের বোতল, কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
প্রশ্ন উঠছে প্রশাসনের ওপরেও ।

রাতের অন্ধকারে কিভাবে সমাজ বিরোধীরা এই কান্ড ঘটাচ্ছে, কোথায় থাকছে তখন পুলিশ প্রশাসন, প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষ। আন্ডার পাশের একাধিক জায়গায় ভেঙে পড়ে রয়েছে মদের বোতল, কাদের এত সাহস হয়েছে যে তারা আন্ডার পাশের নিচে রাতের অন্ধকারে মদ্যপান করে।

মদের বোতল ভেঙে ফেলে রেখে চলে যাচ্ছে, সাধারণ মানুষ এই ব্যাপারে একদমই অখুশি, তারা চায় যে বা যারা এই ঘটনা ঘটাচ্ছে। তাদের অতি দ্রুততার সাথে ধরে আইনি ব্যবস্থা যাতে নেওয়া হয়, এই বিষয়ে স্থানীয় কোন্ননগর পৌরসভার চেয়ারম্যানের যোগাযোগ করলেও তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি, এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয় , এই সমাজ বিরোধীরা কবে এই কাজ বন্ধ করে, যাতে স্থানিয় মানুষ এই অত্যাচার থেকে রেহাই পায়।