অবতক খবর,৩১ অক্টোবর,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে খুন তৃণমূল নেতা , অভিযোগের তির বিজেপির দিকে , বিজেপির দাবি অভিযুক্তরা সব তৃণমূল কর্মী।
মৃতের নাম বিপ্লব রায় (৫২)। শনিবার রাতে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার মাণ্ডি গ্রামের ঘটনা। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে খবর, সোনামুখী সেচ দপ্তরের কর্মী বিপ্লব রায় এলাকায় ‘দাপুটে’ তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন। ঐ দিন রাতে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে আক্রমণের শিকার হন তিনি। পুলিশের পক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত বিপ্লব রায়ের বাড়িতে এক দাদা, স্ত্রী ছাড়াও ১৪ ও ৭ বছরের একটি করে ছেলে ও মেয়ে রয়েছেন।
মৃতের পরিবার ও তৃণমূলের তরফে এই ঘটনার পিছনে এক সময় দল ছেড়ে যাওয়া বর্তমানে বিজেপিতে শিবিরের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। তাদের দাবি, ২০২১ এর আগে তৃণমূল ছেড়ে গেলেও ঐ কর্মীরা বর্তমানে হাওয়া বুঝে ফের দলে ফিরতে চাইছিল। আর তা সম্ভব না হওয়ায় কয়েকজন তৃণমূল নেতাকে ‘ফাঁসাতে’ গোপন বৈঠক চলছিল। আর তা নিয়েই গ্রামে ঝামেলা সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতেই বিপ্লব রায়ের মতো তৃণমূল নেতা খুন হন বলে দাবি করা হচ্ছে।
এই মুহূর্তে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।