অবতক খবর :: নদীয়া ::    আজ রানাঘাটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
দুবার চাল চুরি এবং কাঠ চুরির প্রতিবাদী সাংসদকে এবং তার সহযোগীদের নানাভাবে হেনস্তা করছে এই সরকার এমনটাই অভিযোগ করলেন।
তিনি জানান চোখের সামনে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রী জনপ্রতিনিধি লকডাউন বিধি ভঙ্গ করেছেন অথচ তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখার জন্য গৃহবন্দি করার অপচেষ্টা চালিয়েছিলো এই সরকার।

 

ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পোর্টাল সহ সমস্ত সাংবাদিকদের ভূয়ষী প্রশংসা করে বলেন সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ। তাদেরও স্বাধীনতা খর্ব হচ্ছে এই সরকারের দ্বারা। তাদের অনুপ্রেরণা দিয়ে তিনি জানান নির্ভীকভাবে সত্যের পথে আপনারা যেভাবে কাজ করে চলেছেন, তা প্রশংসার দাবি রাখে। সঠিক তথ্য তুলে ধরার জন্য সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবে সর্বদা। আর কেন্দ্রীয় সরকার এই নির্ভীক সাংবাদিকদের কদর করতে জানে। তাই তাদের অনুগামী হিসেবে আমি আজ অনুধাবন করেছি নিজের জীবনকে উপেক্ষা করে আপনারা কখনো অতিমারি করোনা, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পেষার প্রতি দায়বদ্ধতায় ভুলতে বসেন নিজের স্বাস্থ্য, পরিবারের কথা।

তাই আমার দেওয়া সামান্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সাবধানতার সাথে আগামীতে আরও এগিয়ে চলুন এই কামনা করি।