অবতক খবর,৭ আগস্টঃ রানীনগরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মু্র্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী চর সরন্দাজপুর এলাকার ঘটনা। মৃত গৃহবধুর নাম পিউলি মন্ডল। বয়স আনুমানিক ২০ বছর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রানিনগর থানার সরন্দাজপুর গ্রামের যুবতি পিউলি মন্ডলের সাথে একই এলাকার যুবক দেবব্রত মন্ডলের সাথে বিয়ে হয় দেড় বছর আগে। তাদের একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পর থেকেই টুকিটাকি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলতো। তারপর সেগুলো মিটেও যায়। এরপর হঠাৎই আজ রবিবার সকালে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পিউলি মন্ডলের দেহ উদ্ধার হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মেয়ের মায়ের অভিযোগ, মাঝেমধ্যে মেয়ে-জামাইয়ের মধ্যে ঝামেলা হত। জানি না তাকে কেন মেরে ফেলল। তাকে গলা টিপে মেরে দিয়েছে বলে অভিযোগ করেন মেয়ের বাবার বাড়ির লোকজন। যদিও অভিযুক্ত দেবব্রত মন্ডলের মায়ের দাবি,ওই সময় আমার ছেলে বাড়িতে ছিল না। মাথার দোষ থাকার জন্য তার চিকিৎসাও চলছিল বলে দাবি করেন ছেলের মা। তিনি আরো বলেন,শাড়ি পেঁচিয়ে একাএকাই গলায় ফাঁস দিয়েছে। আমরা ওকে মারিনি। ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করেছে রানিনগর থানার পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার পর পুলিশ জিঞ্জাসাবাদের জন্য অভিযুক্ত দেবব্রত মন্ডলকে আটক করেছে। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।