আজ মানুষের পক্ষে শব্দজীবী বেট্রোল্ট ব্রেখটের জন্মদিন। তিনি কবিতায় সহজে সোজা চিত্র আঁকতেন।তিনি জানতেন শ্রমিষ্ঠ মানুষ, সাধারণ মানুষ খুবই সাদাসিধে।
রাষ্ট্র ও ব্রেখট
তমাল সাহা
ব্রেখট বলতেন,
তুমি একটা খুন করো গ্রেপ্তার হয়ে যাবে
তুমি মানুষের জন্য অক্ষর সাজাও
তোমাকে বধ্যভূমিতে নিয়ে যাবে
তুমি ক্ষেত-খামার ফসলের গান লেখো
তোমাকে জেলখানায় পুরে দেবে
তুমি কল কারখানা মজুর কামগারদের ছবি আঁকো
তোমাকে দেশ ছেড়ে পালাতে হবে।
তোমার জন্য বরাদ্দ
গিলোটিন ফাঁসিকাঠ ফায়ারিং স্কোয়াড।
রাষ্ট্রের হাতে মজুত অস্ত্র ও আগুন
রাষ্ট্র নির্বিচারে করতে পারে খুন
খুশি মতো চালাতে পারে দাহন কার্য
মানুষের জীবনকে করতে পারে অগ্রাহ্য।
রাষ্ট্রের নেই কোনো চাপ–
রাষ্ট্র শত খুন করলেও মাপ।
পৃথিবী গোলাকার, কেন্দ্রে তুমি
তুমিই তৈরি করবে আসল উত্তাপ।