রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র কি কি করতে পারে? দলিত মনীষা ধর্ষিতা হলো, তার জিভ কেটে দেওয়া হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। মধ্যরাতে গোপনে তার মৃতদেহ পুড়িয়ে দিল রাষ্ট্র। মনীষা কি রাষ্ট্রদ্রোহী ছিল?
রাষ্ট্র ও মনীষা / তমাল সাহা
রাষ্ট্রের কি মা বাবা ভাই বোন আছে!
রাষ্ট্র শুনবে কেন তোমার কথা?
জনন অঙ্গ আছে, হবে না ধর্ষণ?
জমি উর্বর, হবে না কর্ষণ?
তোমার মেয়ে তো কি!
সে তো রাষ্ট্রে থাকে।
তাতে রাষ্ট্রের সম্পূর্ণ অধিকার
রাষ্ট্র সমস্ত মানুষের দাবিদার।
‘বিদায়ী হলুদ’ মাখিয়ে
বিদায় দিবি মেয়েকে?
দলিত হয়ে এত ইচ্ছা কেন জাগে?
শেষকৃত্যে তো শুধু আগুন লাগে।
মনীষার মৃত মুখ দেখতে পারেনি মা
বাবাকে জোর করে
তুলে নিয়ে গিয়েছে পুলিশ
ব্যর্থ হয়ে গেছে
দাদা ভাই বোনের করুন আকুতি
রাষ্ট্রের জন্য জ্বালবে তুমি এখনও ধূপবাতি!
রাষ্ট্র জোর করে পুড়িয়ে দিয়েছে
মনীষার দেহ মধ্যরাতে।
ইয়াদ আছে আমাদের
স্বাধীনতার পতাকাও উড়েছিল মধ্যরাতে।
কালো ধোঁয়া মিশে যায়
অন্ধকার আকাশে…
ও জ্বল ক্যায়া রহে হ্যায়?
আমাদের হা হুতাশ ভেসে যায় বাতাসে।