অবতক খবর,১৩ সেপ্টেম্বর: কাঁচরাপাড়া হাইস্কুলের সভা কক্ষে আজ কংগ্রেসের ডাকে এক সর্বদলীয় সভায় ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি এবং কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্রকে স্মরণ এবং শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সর্বদলীয় সভা আয়োজন করেন টাউন কংগ্রেস সভাপতি তাপস সিনহা।
এই সর্বদলীয় সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তি মৈত্র, পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায়, সামেশ্বর বাগুই,সুজিত দে, দেবপ্রসাদ রায়,তাপস মজুমদার এবং সিপিএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিত, বরিষ্ঠ নেতা শম্ভু চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন সোনালী সিংহ রায়।
সকল নেতৃবর্গ প্রণব মুখার্জী ও সোমেন মিত্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বক্তব্য রাখেন তরুণ রায়,বরিষ্ঠ সিপিএম নেতা রবীন্দ্রনাথ মুখার্জী এবং পরেশ সরকার। তাঁরা প্রত্যেকেই ভারতবর্ষের রাজনীতিতে প্রণব মুখার্জির ভূমিকা এবং কংগ্রেসের উজ্জীবনের তিনি যে দায় পালন করেছেন সে কথা তো বলেনই, রাষ্ট্রপতি হিসেবে তিনি সমস্ত দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তাঁর পদের কার্যধারার মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের কাছে তুলে ধরেছেন, সেকথা বলেন।
এক সাক্ষাৎকারে তাপস সিনহা বলেন, এই ধরনের সর্বদলীয় সভা এই অঞ্চলে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। রাষ্ট্রপতি হিসেবে নয়,কংগ্রেস ব্যক্তিত্ব হিসেবে প্রণব মুখার্জী এবং সোমেন মিত্র কয়েকবার কাঁচরাপাড়ায় এসেছিলেন। সুতরাং এই দুই নেতার প্রতি আমাদের একটি আগ্রহ রয়েছে। তাঁদের শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই কাজটি সমস্ত দলের ঊর্ধ্বে উঠে সুসম্পন্ন করতে পেরেছি। এইজন্য আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।