অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর :: একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকের সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পুলিশ। বুনিয়াদপুর এসবিআই এর সামনে একটি বোলোরো গাড়িতে তারা জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিনসহ কার্তুজ, এটিএম কার্ড, মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে বোলেরো গাড়িটি। ধৃত চার যুবকের নাম কৌস্তব সরকার, মোশারফ আলী, মৃগাঙ্ক দত্ত ও সাদ্দাম হোসেন। প্রথম জনের বাড়ি বুনিয়াদপুরের রশিদপুরে, বাকি তিনজন পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর বাসিন্দা।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধৃত চারজন ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকের সামনে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের একজন স্থানীয়, বাকি তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। ধৃতদের জেরা করা হচ্ছে, ওই চারজনের সাথে আরো কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে।