অবতক খবর,১৭ নভেম্বর: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারি করণের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য সদস্যারা। এদিন বিভিন্ন ব্যাংক থেকে আসা ওই আধিকারিকরা বারাসত কলোনি মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার নীচে দাঁড়িয়ে দীর্যক্ষণ বিক্ষোভ দেখান।
পাশাপাশি এদিন তারা কলোনি মোড়ের পাশ্ববর্তী এলাকার পথ চলতি প্রায় একহাজার মানুষের সইও সংগ্রহ করেন ব্যাংক বেসরকারি করণের বিরুদ্ধে। এদিন এই সংগঠনের ট্রেজারার অভিজিৎ মন্ডল জানান তারা এই ধরণের বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায়। এর আগে মধ্যমগ্রাম,বসিরহাট,শ্রীরামপুরে,বারুইপুরেও তারা এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের সই সংগ্রহ করেছেন।
তিনি জানান এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার যদি ব্যাংক বেসরকারি করণের পথ থেকে সরে না আসে তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে তাদের সংগঠন। এদিন ব্যাংক অফিসারদের এই বিক্ষোভ কর্মসূচিকে নৈতিক সমর্থন জানান কলোনি মোড় সংলগ্ন এলাকার পথ চলতি মানুষ থেকে শুরু করে সকলেই।