অবতক খবর,১৬ সেপ্টেম্বর: রাস্তার পাথর তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের গ্রাম্য বিবাদের জেরে তিনজন গুরুতর জখমের ঘটনায় ইসলামপুর থানার রামগঞ্জ ইলুয়াবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ ইলুয়াবাড়ি এলাকায় গত ১১ সেপ্টেম্বর মহম্মদ সাকিরের বাড়ির সামনের মাটির রাস্তায় ফেলা পাথর মনজুর ও তাঁর পরিবারের লোকেরা তুলে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এই অন্যায় কাজের প্রতিবাদ করে মহম্মদ সাকির ও তাঁর পরিবার। প্রতিবাদের জেরেই মনজুর ও তাঁর পরিবারের লোকেরা প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরে লোহার রড দিয়ে মহম্মদ সাকির ও তাঁর ভাই হায়দার আলী এবং কাকিমা আইসা খাতুনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার জেরে গুরুতর জখম তিনজনকে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হায়দার আলীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মহম্মদ সাকিরের পরিবার। অন্যদিকে পাথর তুলে নিয়ে আনার ঘটনাকে অস্বীকার করে এটা একটা জমি নিয়ে বিবাদ বলে দাবী মনজুর সহ তাঁর পরিবারের। বিবাদিত জমি সংক্রান্ত কাগজপত্রও দেখিয়েছেন মনজুর। এদিকে মহম্মদ সাকির সহ পরিবারের লোকজনকে মারধরের ঘটনা স্বীকার করে দু’পক্ষকে আলোচনায় বসার কথা বলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি মহম্মদ মহসিন। সবমিলিয়ে গ্রাম্য বিবাদের পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের জেরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।