অবতক খবর,২৩ মার্চঃ রাস্তার সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।।। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শুঁকল গছ এলাকায়।।। জানা গিয়েছে শুঁকল গছ থেকে হাঁসখারী পযন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ব্যহাল অবস্থায় পরে রয়েছে। এই রাস্তার উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে।। অল্প বৃষ্টি হলেই রাস্তাটি কাদা মাটিতে পরিণত হয়। এমন অবস্থায় রাস্তার উপর দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি মেনে রাস্তাটি সংস্কারের জন্য শিল্যানাস করা হয়। গ্রামবাসীদের অভিযোগ গত ৯ মাস আগে রাস্তাটি সংস্কারের জন্য কাজের শিল্যানাস করা হয়।।
কিন্তু প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও রাস্তা সংস্কার করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।।। তাই বাধ্য হয়ে আজকে রাস্তার উপর ধানের চারা গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।। গ্রামবাসীদের দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুসায়ারী দিয়েছে গ্রামবাসীরা।। এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আজহারউদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান NRGS প্রকল্পের কাজ বন্ধ থাকায় রাস্তার কাজ করা সম্ভব হয়নি, NRGS প্রকল্পের কাজ চালু হলে পুনরায় রাস্তার কাজটি করা হবে ।