অবতক খবর , বিজু বর্ধমান :- রি অ্যাডমিশন ফি না দিলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না।স্কুল কর্তৃপক্ষের হঠকারী এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার পড়ুয়ারা শিক্ষিকাদের আটকে রেখে দিল। সকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন চলছে এখনও।

দুর্গাপুরের বিধান চন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লসের এই ঘটনায় ছুটে এল পুলিশ।পড়ুয়াদের অভিযোগ, আদালতের রায় মেনে তারা সবরকম ফি দিতে রাজি , কিন্তু কোনো ভাবেই রি অ্যাডমিশন ফি তারা দেবেন না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছেন এই টাকা না দিলে ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়ারা, বসে পড়ে স্কুলের গেটের সামনে চলে স্লোগান।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ভাবেই পড়ুয়াদের দাবী মানতে নারাজ ,ফলে পরিস্থিতি আরো জটিল হতে থাকে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত আসরে নামেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী, ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী মৈত্রকে পাঠান স্কুলে  ।

 

মঙ্গলবার মহকুমা শাসকের দফতরের স্কুলকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও অভিবাবক ও পড়ুয়ারা সাফ জানিয়ে দেন আলোচনা করতে তারা প্রস্তুত, কিন্তু ফর্ম ফিলাপ যত রাতই হোক আজকেই করতে দিতে হবে । এতে পরিস্তিতি আরো বিগড়ে যায় ভেস্তে যায় আলোচনা। এখনও স্কুলের শিক্ষিকারা আটকে রয়েছেন স্কুলের ভেতর, এরই মধ্যে আন্দোলনরত এক ছাত্রী অসুস্থ হয়ে পড়াতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।