অবতক খবর :: শিলিগুড়ি :: ভাড়া পাচ্ছেন না, কেউ বের হচ্ছেন না, অন্যদিকে খেতে হবে এবং বেচেও থাকতে হবে। তাই অগত্যা সবজী বিক্রি করছেন শিলিগুড়ির টিকিয়াপাড়ার সফিকুল মিঞা। রিক্সার মধ্যই সবজী রেখে বিক্রি করে চলেছেন,হাকিমপাড়া,আশ্রমপাড়ায়।
সফিকুল মিঞা জানালেন এই উপায়ই আমাকে রক্ষা করবে সংসারকে এগিয়ে নিয়ে যেতে। আমার বিক্রি ভালই হচ্ছে, মানুষ কিনছেনও লকডাউনের কটাদিন এইভাবেই রোজকার খরচ তুলতে চান সফিকুল মিঞা।