অবতক খবর , সৌরভ নস্কর, দক্ষিণ 24 পরগনা :- কয়েক মাস আগে ঘটে যাওয়া আম্ফান ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের বিস্তীর্ণ এলাকায় প্রচুর পরিমাণে গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আজকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফলদায়ী চারা গাছ বিতরণ অনুষ্ঠান, টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেল পয়েন্ট কমলপুরে অনুষ্ঠিত হলো।

এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩২ সাগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় – শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান- শ্রী উত্তম কুমার জানা মহাশয় ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ – শ্রী প্রদীপ বালেশ্বর মহাশয়, সহ রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা বৃন্দ, ওই অনুষ্ঠানে সাগরের বিধায়ক – শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ওই এলাকার কয়েকটি পরিবারের হাতে সব রকম চারা মিলিয়ে মোট ৫০ পিস করে চারা তুলে দিয়েছেন।