অবতক খবর :: শিলিগুড়ি :: গতকাল রেকর্ড সংক্রমন ঘটল শিলিগুড়িতে। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে গতকাল তিনজনের মৃত্যু সহ মোট ৫১জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিলিগুড়ির বাইরে আক্রান্ত হয়েছেন মোট সাতজন। শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে এদিন মোট ভর্তি হয়েছেন ৭২জন।
এদিন কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় পঞ্চাশ জন। অন্যদিকে দিশান হাসপাতালে মোট ভর্তি হয়েছেন তিরিশজন। এদিন শিলিগুড়ির চম্পাসারী বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।হায়দারপাড়া এবং একটিয়াশাল বাজার আরো ১৪জুলাই পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় করোনার সংক্রমন বাড়ছে দিনের পর দিন। শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে সংক্রমন বাড়বার খবর এসেছে,ততই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।
গতকাল সংক্রমন বেড়েছে প্রায় তিনগুন। শিলিগুড়ির বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে কোভিড টেষ্ট করবার জন্য লাইন পড়ছে মানুষের। শিলিগুড়ি এবং তার আশেপাশের জায়গা থেকেও রোজই বাড়ছে করোনা আক্রান্তের খবর। এদিন শিলিগুড়ির বিভিন্ন বাজার বন্ধ হবার খবর পাওয়া গেছে। অন্যান্য জায়গার পরিবর্তে শিলিগুড়ির সংক্রমন বেড়ে যাওয়ায় চিন্তিত রাজ্য সাস্থ্য দপ্তর।