অবতক খবর , নদীয়া : রানাঘাটে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য কীট এর মাধ্যমে এখন পরীক্ষা চলছে প্রথম বার ২৫টি কীটের মাধ্যমে একজনের পজিটিভ হয়েছিল। এর পর দ্বিতীয় বার ২০টি কীটের মধ্যেমে পরীক্ষা করে ৪ জনের পজিটিভ হয়েছে l তাদের যথোপযোগী চিকিৎসা করা নো শুরু হয়েছে l
চিকিৎসক ডঃ শিবাজী কর জানান এখন কীটের মাধ্যমে চিকিৎসা করা চলছে জেলা সাস্থ্য দপ্তর থেকে আরও কীট আনা হচ্ছে এবং করোনা সংক্রমণের চিরুনিতল্লাশি চলছে। কারণ এ সময় একমাত্র তল্লাশিই একমাত্র উপায় করোনা নির্মূল করার জন্য। তাই রেপিড টেস্ট পদ্ধতিতে একটি কিটসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই জানা যাচ্ছে রিপোর্ট।