অবতক খবর , জলপাইগুড়িঃ       এক ঘণ্টা ধরে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রেল গেট আটকে রয়েছে। এর জেরে শহর জলপাইগুড়ি এক প্রকার থমকে গেল শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের তিন নম্বর ও টাউন স্টেশন এলাকায়। ক্ষিপ্ত জনতা দ্রত রেল গেট খোলার দাবি তুলে বিক্ষোভ দেখায়।

ব্যস্ততম রেলগেট আটকে রেখে দিনের বেলা কাজ করছে রেল কর্তৃপক্ষ । ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ এমনই অভিযোগে আজ জলপাইগুড়ি স্টেশনমাস্টারকে চিঠি দিয়ে প্রতিবাদ জানাল । এলাকাবাসীর অভিযোগ জলপাইগুড়ি রেলগেটের এক দুই এবং তিন নম্বর গেট ঘন্টার পর ঘন্টা আটকে রেখে রেললাইন সংস্কার করছে । এতে অ্যাম্বুল্যান্স , জরুরি পরিষেবা সহ সাধারণ মানুষের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে বলে অভিযোগ।

পথ চলতি মানুষের অভিযোগ শহরের ব্যস্ততম রাস্তায় রেললাইন আটকে রেখে দিনেরবেলা কাজ করে মানুষের হয়রানি করছে। দু পাশে যানজট ও বাইকের লাইন পরে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভ বাড়তে থাকে। জানা গিয়েছে রেল গেট আটকে রেল লাইনের কাজ হচ্ছিল এদিন।শহরের বাসিন্দা দেবশি দাস বলেন,এই রকম ভাবে রেল গেট আটকে কাজ করা ঠিক নয়। এর প্রতিবাদ জানাই।