অবতক খবর , রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :- ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া এলাকার একটি রেলগেট বন্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা।বৃহস্পতিবার রেল গেট বন্ধ করার কাজ করতে এসেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। গ্রামবাসীদের বাধার মুখে পড়েন তারা এবং কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে জংশন স্টেশনের আরপিএফ ঘটনাস্থলে ছুটে আসে। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
কিন্তু গ্রামবাসীদের একটি দাবি ওই স্থান দিয়ে তারা যাতায়াত করবেন এবং কোনমতেই তারা এই রেলগেট টিকে বন্ধ করতে দেবেন না। আরপিএফ ও জিআরপির সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় গ্রামবাসীর। তবে তারা তাদের দাবিতে অনড় ।তাদের দাবি, ওই স্থান দিয়ে রাস্তা করে দিতে হবে। তারা বলেন, রেললাইনের অপরপ্রান্তে বিহারের ও বাংলার পাঁচ খানা গ্রাম এর কয়েক হাজার মানুষ বসবাস করেন। সাধারণ মানুষ তাদের কবরস্থানে যাওয়া সহ পেট্রোল পাম্পে তেল ভর্তি করতে আসেন গাড়িতে। ইসলামপুর শহরের সঙ্গে যোগাযোগ করা ও বাজার ঘাট সহ একাধিক বিষয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এই রেলগেট বন্ধ করে দিলে তাদের পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ঘুরে আসতে হবে। যার ফলে তাদের অসুবিধা হবে। যার জন্য তারা দীর্ঘদিন ধরে একাধিকবার বিভিন্ন জায়গায় চিঠিপত্র করেও তাদের কোনো সুরাহা হয়নি ।
যেহেতু এদিন রেলওয়ে কর্তৃপক্ষ তাদের কাজ করতে আসে সেজন্য তারা বাধা দেয়। ঘটনাস্থলে ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে জংশনের আরপিএফ ও জিআরপি উপস্থিত ছিলেন , যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ রাজক জানান, বহু বছর ধরে এই সমস্যা চলছে। বিহার ও বাংলার রেলওয়ে কর্তৃপক্ষ সহ বিভিন্ন জায়গায় আবেদন জানিয়ে আদৌ সমস্যার সমাধান হয়নি।
দুই রাজ্যের মধ্যে বিভিন্ন কাজে চলাচল করার এই একটিমাত্র রাস্তা। কেন সেই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে তা নিয়েও তারা প্রশ্ন তোলেন এদিন। অন্যদিকে কোনোভাবেই ওই রাস্তা কে বন্ধ করে দেওয়া যাবে না ।এই দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, রাস্তা তৈরি করতে এলে তারা একনাগাড়ে সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হবেন।