অবতক খবর,১২ নভেম্বরঃ কেন্দ্রীয় সরকার যে রেশন দিচ্ছে তা সাধারণ মানুষ পাচ্ছেন না, যা মাথা পিছু ধার্য করা হয়েছে রেশন সেই পরিমাণ রেশন পাচ্ছেন না সাধারণ মানুষ।এই অভিযোগ তুলে শনিবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৪ নম্বর ঝেতলা অঞ্চলের রামেশ্বর চকে রেশন ডিলারের সামনে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। এই দিন ৫০০ থেকে ৬০০ গ্রামবাসী রেশন ডিলারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ রেশন ডিলার স্বপন পোরিয়া দীর্ঘ কয়েক বছর ধরে এইরকম ভাবে রেশনে দুর্নীতি করে আসছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রেশন ডিলারের পক্ষ থেকেও কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে এসে পৌঁছেছে কেশপুর খাদ্য দপ্তরের আধিকারিক। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি খাদ্য দপ্তরের আধিকারিক। দীর্ঘ ২ ঘণ্টা ধরে অবরোধ চললেও এখনো পৌঁছায়নি পুলিশ প্রশাসন!