অবতক খবর,৫ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মুখ্যমন্ত্রী খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে দুয়ারে সরকারে রেশন দেওয়ার যে ব্যবস্থা গ্রহন করেছেন সেই
রেশন ব্যবস্থা মোটর উপর সন্তোষ প্রকাশ করে অনেকে বলেন কেন্দ্রীয় সরকারের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তর নিয়মের ফলে অনেক মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে এর ফলে রেশন ব্যবস্থার পরিষেবার ক্ষেত্রে বিপত্তি ঘটছে।
বিজেপির এক নেতার দাবি রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত অবশ্যই করা দরকার । কারণ অনেক জায়গায় রেশন ডিলারের সঙ্গে তৃণমূল নেতাদের গোপন আঁতাত হওয়ার ফলে রেশন ব্যবস্থায় দুর্নীতি বাড়ছে। এবং রেশন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে তার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
তাই আঁধারে সংযুক্তর ফলে রেশন ব্যবস্থায় অনেকটা দুর্নীতি রোধ করা যাবে।
রেশন ব্যবস্থা আতাত ও দুর্নীতির ব্যাপারে অস্বীকার করে
তৃণমূল নেতাদের দাবি কোন জায়গাতেই রেশন ডিলারদের সঙ্গে তৃণমূল নেতাদের গোপন আঁতাত হয় না ।
দুর্নীতি হত বামফ্রন্ট আমলে।
তবে তৃণমূল নেতারা স্বীকার করে নিয়েছেন যে আধার কার্ডে রেশন কার্ড সংযুক্ত করনে অনেক জায়গায় বিপত্তি ঘটছে এবং এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে অনেকটা।
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্ত করা নিয়ে সাধারণ মানুষ অনেক অসুবিধায় পড়ছেন এবং রেশন ব্যবস্থা অনেকটা বিপত্তি ঘটছে । এর ফলে রেশন গ্রাহকরা অনেকে রেশন তুলতে অসুবিধা হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল ,বিজেপি, রেশন ডিলার সহ গ্রাহকরা।