অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস উদযাপন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি জানালেন বাঙালীর অন্যতম রুপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে আজ শিলিগুড়ি হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরন করা হল, এবং তাদের আরোগ্য কামনা করা হল।
ডঃ বিধানচন্দ্র রায়ের কথায় রোগীদের দেখতে হবে নিজের সন্তানের মতন। তারা যতক্ষন না পর্যন্ত সুস্থ হচ্ছেন ততক্ষন তাদের দেখতে হবে। এদিন গৌতমদেবের সাথে উপস্থিত ছিলেন রঞ্জন সরকার এবং অন্যান্য তৃনমুল কর্মীরা।