এবার আমার মেয়ে লক আপ- লক ডাউন নিয়ে প্রশ্ন তুললো
লক আপ এবং লক ডাউন
তমাল সাহা
কী করতে যে করেছিলাম বিয়ে
এই আমার এক মেয়ে।
কেন যে তার নাম রেখেছিলাম টুকুন!
সারাদিন রাত কেবল বকবক
আর জ্বালাতন
যতই তাকে বকুন।
এবার সে পড়লো আপ ডাউন নিয়ে।
সব উত্তর কি দেওয়া যায়?
বয়স হয়েছে কত কথা বলা যায়!
টুকুন বলে
বাবা! আপ মানে কি?
আমি বলি উপরে
ডাউন মানে কি?
আমি বলি নীচে।
টুকুনের পাল্টা প্রশ্ন,
কোনটা ভালো, উপরে না নীচে?
আমি বলি, দুটোই ভালো
একটা আরেকটার পরিপূরক।
টুকুন বলে,
আমরা যে বলি আমরা আপে আছি, মানে সমাজে একটু উপরে আছি।
বস্তির লোকেরা দিনমজুরেরা ডাউনে আছে মানে সমাজে একটু নীচে আছে।
আমি বলি,তা ঠিকই তো বলেছিস!
টুকুন বলে, তাহলে দাঁড়ালো যারা ভালো তারা আপে, যারা খারাপ তারা ডাউনে।
তাহলে আমাদের দেশে খারাপেরা লক আপে কেন? তাদের তো লকডাউনে থাকা উচিত,তাই না? আর
আমাদেরই তো লক আপে থাকা উচিত। কারণ আমরা আপে আছি।
আর ওরা খারাপ আর্থিক বা সামাজিক কোনো অন্যায়ের সঙ্গে হয়তো যুক্ত। কোন অন্যায়, কেন অপরাধ তার সামাজিক বিচার- বিশ্লেষণ করছি না। কে দায়ী সে প্রশ্নও তুলছি না।
ওদেরই তো লক ডাউনে থাকা উচিত।
এটা কেমন হল, বাবা?
ওরা তো খারাপ। কবে থেকেই তো লক আপে আছে। এবার আবার লক ডাউনে চলে গেল। তার মানে দুটো শাস্তি।
আর আমাদের বেলায় শুধু একটা? লক ডাউন?আমাদেরই তো লক আপে থাকা উচিত।
বাবা! এখানেও বৈষম্য, বিভেদ?
আমি বলি,
আরে! আমাদের লক ডাউনটাই লক আপ।
পাঁচদিনেই কেমন হাঁপিয়ে উঠেছিস,
দেখ করেছিস কি পাপ!