উৎপল রায় :: জলপাইগুড়ি ::     করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও মানছেন না অনেকেই। সেই চিত্রই বেশি লক্ষ্য করা যাচ্ছে গ্রামীন হাট-বাজারগুলিতে। নিয়ম মানছেন না অনেক ক্রেতা-বিক্রেতারাও। যার ফলস্বরূপ, মানবদেহে ক্রমাগত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। শনিবার ছিল ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের সাপ্তাহিক হাট হল করকড়িয়াহাট। সেখানে নিত্যদিনের মতোই হাটে কেনা-বেচা চলছে। এদিকে ক্রেতা ও বিক্রেতা সামাজিক দূরত্ব না মেনেই ঠাসাঠাসি করে চলছে কেনাবেচা। প্রশাসনের তরফে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন উদ‍্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সমাজসচেতন ব্যক্তিদের অভিযোগ,” করকড়িয়াহাট সকাল ১১টা থেকেই নিয়ম না মেনে হাটে দিব্যিই কেনা-বেচা চলছে। এমনকি অনেক অপ্রয়োজনীয় দোকান মূলত পান, স্টেশনারি, সেলুন, হার্ডওয়্যার সহ সমস্ত দোকানই খোলা হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মানিক রায় বলেন, ” হাটে আসা সাধারণ মানুষরা নিয়ম মানা হচ্ছে না। বহু দূর-দূরান্ত থেকে মানুষ হাটে আসছেন, অপ্রয়োজনীয় দোকানপাটও খোলা থাকছে। বাজার করার নাম করে অনেকেই ভিড় করছেন। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।’

স্থানীয় বাসিন্দা কমল দাস, জ্যোতিরাম রায় জানান, জটেশ্বর বাজারে প্রতিদিন চলছে বহু মানুষের সমাগম। বাজারে কোনও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, ব্যাবসায়ীরাও সচেতনতা ছাড়াই করছেন কেনাবেচা। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।