রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: লকডাউনের কারনে বাইরের দেশ থেকে তেলের আমদানি বন্ধ আছে। যেটুকু তেলের স্টক আছে দেশে সেখান থেকেই খরচ হচ্ছে এখন। তাই বাড়ছে তেলের দাম।
তিনি অভিযোগ করেন পেট্রোল ডিজেলের দাম যখন এক টানা কমছিল তখন কোন রাজনৈতিক দল প্রশ্ন তোলে নি। তখন কেন মোদিজীকে ধন্যবাদ দেওয়া হল না। আর এখন যখন কিছুটা তেলের দাম বাড়ছে চলেছে তখনই চিৎকার করছে বিরোধী দলগুলো। তার আরো দাবি এই দাম বাড়াটাও সাময়িক। যখনই আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি শুরু হবে লকডাউন উঠে গেলে আবার তেলের দাম কমবে। যতটা বাড়বে তার থেকেও বেশি কমবে।
পাশাপাশি রাজ্যে বেড়ে চলা অন্যের দাম নিয়েও শাসক দলকে খোঁচা দেন বিজেপি নেতা রাহুল সিনহা।