অবতক খবর :: চাঁচল:: ৪মে :: লকডাউনের ঘেরায় উপার্জন বন্ধ, অমিল খাবার, মেলেনি সহযোগিতা। অগত্যাই দিল্লি থেকে পায়ে হেঁটে পরীযায়ী শ্রমিক বাড়ি উদেশ্য পায়ে হেঁটে আসছেন আটজনের একটি দল। শ্রমিক শ্যামল মহলদার বলেন,”৭ দিন ধরে পায়ে হেঁটে দিল্লি থেকে আসছেন বাড়ি যাবেন চাঁচলে।” তিনি আরো বলেন,” দিল্লিতে রাজমিস্ত্রী শ্রমিক কাজ করছিলেন লক ডাউন কাজ বন্ধ হয়ে পড়ে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিলো না। সহযোগিতা মেলেনি, তাই আট জন মিলে বাড়ির উদেশ্য বের হই।”
ওদের কাছ থেকে জানা গেল,বেশ কয়েকটি জায়গায় তাদের আটক করে পুলিশ প্রশাসন সহ আধিকারিকরা স্বাস্থ্য পরীক্ষা,থার্মাল পরীক্ষা, খাওয়া দাওয়া করিয়েছে। বিহার পুলিশ তাদের খুব ভালো সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তাঁরা। আজ সকালে বিহার থেকে পশ্চিমবঙ্গ আসেন, উত্তর দিনাজপুর জেলা করণদিঘী থানা টুঙ্গিদিঘী দিয়ে। প্রশাসন আধিকারিকরা আট জন দলটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন, তাদের নথিপত্র দেখেন। তারপর আটজন দলটি চাঁচল বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া শুরু করে।