অবতক খবর,১৪ মে: লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল জানালেন মমতা

এখনো পর্যন্ত হিসাবে কে কোথায় বলে দিলেন মমতা? মতুয়াদের অধিকার দিচ্ছে না কেন মোদী? প্রশ্ন তুলেন মমতা?

লোকসভা ভোটে মোট দেশে কতো আসন পাবে তা চতুর্থ দফা ভোটের দিনেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চ থেকে মোদী বাবু যায়েগা বলে শ্লোগান দিচ্ছেন মমতা। দর্শক আসন থেকে উত্তর এলো দিদি আয়েগা শুনে মমতা বললেন, দিদি তো এখনো তোমাদের সাথেই আছে। তবে দিদি বিরোধী জোট ইন্ডিয়াকে সাথে নিয়ে আসবে বলে জানান দর্শক বৃন্দ কে”। এর পরেই মমতা জানালেন কে কোটি আসন পাবে দেশে।

মমতা বললেন এখনো পর্যন্ত যা হিসাব তাতে ভোট খুব ভালো হয়েছে। আর সেটা বুজতেই পেরেই বোধহয় বাবুদের মুখ সুখিয়ে গিয়েছে। ওরা বুজতে। পেরেছে এই বার আর দিল্লিতে মোদী বাবু আসছেন না। আমার কাছে হিসাব আছে এই ব্যাপারে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে ৪০০ কেনো ২০০ পার করতে পারবেন না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশে মোট ৬৪৩ আসন। তার মধ্যে এ বছর ৪০০ পার করার স্লোগান দিয়ে ভোটে নেমেছেন বিজেপি। তাই নিয়ে তীব্র কটাক্ষ করলেন মমতা, “তিনি বললেন এখনো যা ভোট হচ্ছে তার হিসাব আমি এখনো জানি না। তবে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে আমি বলতে পারি বিজেপি ১৯৫ টা আসন পাবে। আর গেট ইন্ডিয়া দেশে ৩০০-থেকে ১১৫ টি আসন পাবেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।