অবতক খবর,১৫ মে,বিরাটি: লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডারের ভাতা দ্বিগুন করার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল সরকার। এবার সেই লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করেই ভোট বৈতরনী পারে অভিনব কৌশল নিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
বুধবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার দমদম উত্তর বিধানসভা অঞ্চলের উত্তর দমদম পৌর এলাকার ৫,৬,৭ এবং ১০নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে মহিলাদের সেই সম্বন্ধে অবহিত করেন। লক্ষী ভান্ডার মহিলারা পাচ্ছেন কিনা সে বিষয়ে যেরকম তিনি খোঁজ নেন পাশাপাশি অন্যান্য সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই সম্বন্ধ জানতে চান। এর সাথে সাথেই মোদি সরকার কি করছ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কি করেছেন তা মহিলাদের সামনে তুলে ধরে দলীয় প্রার্থী সৌগত রায়কে জেতানোর আহ্বান জানান।ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য বিন্দুমাধব দাস, সৌমিতা দাস রায়, মীতা দাস কর সহ বিভিন্ন ওয়ার্ডের মা বোনের মাসিমারা লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে ঘরে ঘরে যান মন্ত্রীর সাথে।
এদিন বিকেলে উত্তর দমদম পুরসভার ১০ নং ওয়ার্ডের বি এল মুখার্জি রোডে বাইলেনে সোনার তরী ভবনে এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।