অবতক খবর,৫ নভেম্বর : আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টের সময় নবান্নে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকে। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট রয়েছে। তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল। সেই লক্ষ্যেই এ বার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছর শুরু হলে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। আর তার পরেই শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের যাবতীয় প্রস্তুতি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন যে স্থানীয় ইস্যুতেই হবে, তা ভালই বোঝেন মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মানুষের কাছে কম দামে শাকসব্জি, ডিম, মাছ-মাংস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে এই উদ্যোগ বলেই মনে করছেন নবান্নের আধিকারিকরা