অবতক খবর :: জলপাইগুড়ি ::    পাহাড়ে লাগাতার বৃষ্টিপাতের ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে ভাঙ্গনের কবলে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তা চরের বাঁধ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বীরেন বস্তির বাসিন্দারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে সেই বাঁধ টেকসই হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে।

জানা গিয়েছে, রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তার চরে কয়েক হাজার পরিবার বসবাস করেন। প্রতিবছর বর্ষাকালে বহু পরিবার বন্যার কবলে পড়ে। তাই কয়েক বছর আগে তিস্তা নদীর পাড় বাঁধানোর কাজ শুরু করা হয়। যেটুকু বাঁধ তৈরি হয়েছে তাতেও এবছর ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্পার বাঁধ ভেঙে গিয়েছে। স্পার বাঁধ মেরামতের কাজ শুরু হলেও ভাঙ্গন রোখা যাচ্ছে না বলে বাসিন্দাদের অভিযোগ। তারা বলেন, কোনোভাবে বাঁধ ভেঙে গেলে প্রচুর ঘরবাড়ি ছাড়াও হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে। এই কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।