হাবরার অশোকনগরে করোনা ভ্যাকসিন নিতে এসে বৃদ্ধ-বৃদ্ধারা ভ্যাকসিনের বদলে খেলেন পুলিশের লাঠিচার্জ, ৫ আগস্ট,২০২১, বৃহস্পতিবার।

লাঠিচার্জ
তমাল সাহা

করোনার ভ্যাকসিন!
আয়ু তো হয়ে এসেছে ক্ষীণ
মেঘে মেঘে হলো বেলা, আর বাঁচবেন কদ্দিন?

প্রৌঢ়-প্রৌঢ়াকে পেটালো পুলিশ।
সে কী লাঠিচার্জ-বেদম ধোলাই!

ঈশ্বরচন্দ্র বলেন, লিখেছিলাম তো
প-য়ে প্রেম, প্রণাম
ব-য়ে বিনয়, ধ-য়ে ধোলাই।
তবে সে তো
সাফ সুতরো থাকার জন্য কাপড় ধোলাই!

এবার বিদ্যাসাগরীয় ক্রোধে বলেন,
তোরা এখনো চুপ করে আছিস!
তোরা কী মানুষ!
তোরা তো
র-য়ে রাম, ভ-য়ে ভোঁদাই।

মা-কে মারছে পুলিশ
কোথায় যাবি তোরা ধেয়ে!
কি করে এই দৃশ্য দেখিস
হাত করে না নিশপিশ
থাকিস শুধু চেয়ে!