অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বিধানসভা পূর্ববর্তী তৃণমূলের শিক্ষক সংগঠন কে কাজে লাগিয়ে কেন্দ্র বিরোধী জোট গঠন করতে লালগোলায় আয়োজন করা হলো তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভা। সেইমতো লালগোলায় ঐ রাজনৈতিক শিক্ষক সংগঠনের সদস্য ও পদাধিকারীরা উপস্থিত হন দলীয় কার্যালযয়ে ।

মূলত এই সভার মধ্যে দিয়ে বিধানসভা পূর্ববর্তী কেন্দ্রীয় সরকার বিরোধী শিক্ষকদের এক ছাতার তলায় এনে সংগঠনকে মজবুত করতে ,এগিয়ে আসেন সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত থাকেন জেলা সভাপতি শুভজিৎ সিনহা, মহকুমা সভাপতি দেবপ্রসাদ ঘোষ, জেলা সম্পাদক অরুন বিকাশ দাম এবং সার্কের সভাপতি মোহাম্মদ রুমেল হাসান।