অবতক খবর,১৬ ডিসেম্বরঃ লালন শেখের মৃত্যু রহস্য জনক। হয়তো লালন বেঁচে থাকলে বড় বড় প্রভাবশালীদের নাম চলে আসত। লালনের মৃত্যু আমার কাছেও রহস্যজনক লাগে বললেন, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সল্টলেকে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, লালনের মৃত্যুর পিছনে জার ই হাত-থাক, উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অন্যদিকে ডিএ মামলা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার চাইছেই যতটা সম্ভব ডি এ মামলা পিছিয়ে দিতে। কারণ যেখানে মেলা খেলায় গাদা গাদা টাকা খরচ করা হচ্ছে সেখানে সরকারি কর্মচারীদের বিয়ে দিতে চাইছে না সরকার।
তিনি বলেন, ১০০ দিনের কাজে আগে যে টাকা দিয়েছিল কেন্দ্র তার হিসেব দেওয়া হয়নি। নিশ্চয়ই সেখানে কোন দুর্নীতি হয়েছে না হলে কেন হিসেব দেওয়া হচ্ছে না। অন্যদিকে আবাস যোজনা কে ঐতিহাসিক দুর্নীতি বলে আখ্যা দেন তিনি।